১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:২৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

নওগাঁয় ১৪ বিজিবি কতৃক দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৫, ২০২৫ ৪:২৯ পূর্বাহ্ণ

কাজী নূরনবী নাইস, স্টাফ রিপোর্টার:
২৩শে ডিসেম্বর ২০২৫ ইং তারিখ বিকেলে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন শিমুলতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৯ এমপি হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে নলপুকুর বুড়োল দিঘী নামক এলাকার স্থানীয় লোকজন কর্তৃক দিঘী খনন করার সময় একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি দেখতে পায়।
নিজস্ব সোর্সের মাধ্যমে বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মোঃ তহুরুল ইসলাম এর নেতৃত্বে ছয় সদস্যের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় মূর্তিটি পুকুর থেকে উদ্ধার করে।
 মূর্তিটির ওজন আনুমানিক ২৭  কেজির বেশী। পরবর্তীতে অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন,পিএসসি,পত্নীতলা ১৪ বিজি্ি ব্যাটালিয়ন এর নির্দেশনায় অভিজ্ঞ স্বর্ণাকার কর্তৃক নাইট্রিক এসিড ও স্বর্ণ পরীক্ষার সরঞ্জামের মাধ্যমে ধারনা পাওয়া যায় মূর্তিটি অত্যন্ত উচ্চমানের কষ্টি পাথরের মূর্তি বলে প্রতীয়মান হয়। জুয়েলারী সমিতির অভিজ্ঞ কর্মকারের ভাষ্যমতে জানা যায় উদ্ধারকৃত দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি,যার মূল্য মূল্য প্রায় ১৫ কোটি টাকারও বেশী।

সর্বশেষ - সারাদেশ