১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১১:৫১ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

শাহজাদপুর কলেজছাত্র সাব্বির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৬, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ

মেহেদী হাসান শাহজাদপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় কলেজছাত্র সাব্বির হত্যা মামলার প্রধান ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওয়াজ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া বাজার এলাকায় কলেজছাত্র সাব্বিরকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত সাব্বিরের বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত বছর মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে প্রধান আসামি ওয়াজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডসহ অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
তবে রায় ঘোষণার সময় থেকে প্রধান আসামি ওয়াজ আলী পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শাহজাদপুর থানা পুলিশ র‍্যাবের সহযোগিতায় বগুড়া জেলা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ওয়াজ আলী ওই হত্যা মামলার প্রধান আসামি এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। আজ ২৬ শে ডিসেম্বর (শুক্রবার) তাকে শাহজাদপুর থানা থেকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পলাতক আসামি গ্রেফতারে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত