১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:২৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৯, ২০২৫ ১:৩৬ পূর্বাহ্ণ

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য সিরাজগঞ্জের ৬টি আসনে এখন পর্যন্ত ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সর্বোচ্চ মনোনয়নপত্র বিক্রি হয়েছে সিরাজগঞ্জ-৬ আসনে এবং সর্বনিম্ন সিরাজগঞ্জ-২।
রবিবার (২৮ ডিসেম্বর-২০২৫খ্রি.) সিরাজগঞ্জ রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনে ৯, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে ৬, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ), সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ৭ জন করে এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের একক প্রার্থী থাকলেও তিনটি আসনে বিএনপির পক্ষ থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে যারা মনোনয়ন ফরম কিনেছেন তারা হলেন, -সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা (বিএনপি), মোছা. মল্লিকা খাতুন (গণঅধিকার পরিষদ), মো. শাহিনুর আলম (জামায়াতে ইসলামী), মো. আব্দুস সবুর (স্বতন্ত্র), নাজমুস সাকিব (নাগরিক ঐক্য), মাহমুদুর রহমান মান্না (নাগরিক ঐক্য), সাব্বির আহমেদ তামিম (এবি পাটি), মো. আবু জাফর (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং মো. জহুরুল ইসলাম (জাতীয় পার্টি)।
সিরাজগঞ্জ-২ আসনে যারা মনোনয়ন ফরম কিনেছেন তারা হলেন, মুহম্মদ জাহিদুল ইসলাম (জামায়াতে ইসলামী), ইকবাল হাসান মাহমুদ টুকু (বিএনপি), মুফতি মুহিববুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এস এম আব্দুল্লাহ আল মামুন (বাসদ), মো. সোহেল রানা (জনতার দল) ও মো. আনোয়ার হোসেন (বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি)।
সিরাজগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন মোহাম্মদ আব্দুস সামাদ (জামায়াতে ইসলামী), মো. আয়নুল হক (বিএনপি), মো. ইলিয়াছ রেজা রবিন (স্বতন্ত্র), মুহা: আব্দুর রউফ সরকার (খেলাফত মজলিস), খন্দকার সেলিম জাহাঙ্গীর (বিএনপি), মো. আইনুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও দিলশানা পারুল (জাতীয় নাগরিক পার্টি)।
সিরাজগঞ্জ-৪ আসনে মনোনয়ন ফরম নিয়েছেন- এম. আকবর আলী (বিএনপি), মো. আলমগীর হোসাইন (স্বতন্ত্র), মো. হিল্টন প্রামানিক (জাতীয় পার্টি), মো. আব্দুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আজাদ হোসেন (বিএনপি), মো. আব্দুল হাকিম (বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি) ও মওলানা রফিকুল ইসলাম খান (জামায়াতে ইসলামী)।সিরাজগঞ্জ-৫ আসনে মো. আলী আলম (জামায়াতে ইসলামী), নুরুন নাবী ((ইসলামী আন্দোলন বাংলাদেশ), মেজর (অব.) মনজুর কাদের (জাতীয় নাগরিক পার্টি), আমিরুল ইসলাম খান আলীম (বিএনপি). মো. আকবার হোসেন (জাতীয় পার্টি), গোলাম মওলা খান বাবলু (স্বতন্ত্র) ও মো. মতিয়ার রহমান (বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি) মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
সিরাজগঞ্জ-৬ আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন, এম এ মুহিত (বিএনপি), মো. শফিকুল ইসলাম (বিএনপি), মো. হুমায়ুন কবির (স্বতন্ত্র), মো. মোশারফ হোসেন শহিদুল (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মো. আনোয়ার হোসেন (বাসদ), ইলোরা খাতুন (জেএসডি), মো. ওয়াসিক ইকবাল খান মজলিস (স্বতন্ত্র), আবু জাফর মো. আনোয়ার শাদাত (এবি পার্টি), গোলাম সারেয়ার (বিএনপি), মো. আব্দুছ সালাম (স্বতন্ত্র), মিসবাহ উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এস এম সাইফ মুস্তাফিজ (জাতীয় নাগরিক পার্টি) ও মো. মিজানুর রহমান (জামায়াতে ইসলামী)।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে শোকার্ত সাধারণ মানুষের ঢল

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

ছড়িয়ে পড়েছে ফুলবাড়ীতে গরুর ল‍্যাম্পি স্কিন রোগ- ৭১ বার্তা

অটোরিক্সা-চার্জার রিক্সার চালক-মালিকদের ৯ সংগঠনের সংবাদ সম্মেলন বুধবার,রংপুরে টাউন সার্ভিস চালু ঘিরে শ্রমিক-মালিক অস্তোষ! – ৭১বার্তা

জামায়াতের কর্মসূচি পালন নিষিদ্ধ চেয়ে আবেদনের শুনানি ১০ আগস্ট

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, অল্প সময়ে সিদ্ধান্ত- ৭১বার্তা

সিরাজগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আগমন উপলক্ষে প্রস্তুতি

সলঙ্গায় হযরত সুমাইয়া (রাঃ) মহিলা মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতারন

চাঁপাইনবাবগঞ্জে অসহায়দের মাঝে ৫৩ বিজিবির শীতবস্ত্র বিতরণ

মানবাধিকার কমিশনকে আরও শক্তিশাল করতে নতুন অধ্যাদেশ অনুমোদন