বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে একজন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন— শ্রী গোকুল চন্দ্র সাহা (৪২), মোঃ তোফায়েল আহম্মেদ (১৯) এবং মোঃ ইমরান হোসেন মিলন (৩৪)। এর মধ্যে ইমরান হোসেন মিলন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে বগুড়ার সোনাতলা থানাধীন মাদ্রাসা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উজিরপাড়া এলাকার একটি মুদি দোকানের সামনে থেকে প্রথমে গোকুল চন্দ্র সাহাকে আটক করা হয়।
তল্লাশিকালে তার হাতে থাকা সাদা পলিথিনের ভেতর থেকে হালকা গোলাপি রঙের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৫ গ্রাম। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোকুল চন্দ্র সাহা স্বীকার করেন, তিনি মোঃ তোফায়েল আহম্মেদ ও মোঃ ইমরান হোসেন মিলনের মাধ্যমে চোরাইপথে ইয়াবা সংগ্রহ করতেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে শাহাবাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে তোফায়েল আহম্মেদ এবং সোনাতলা পৌরসভার সামনে থেকে মোঃ ইমরান হোসেন মিলনকে আটক করে ডিবি।
এ বিষয়ে শালমারা ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি আক্তারুজ্জামান বলেন, “বিষয়টি আমি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। উপর মহলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ বলেন, “ব্যক্তির দায় দল কখনও নেবে না। অপরাধ প্রমাণিত হলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডিবি আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



















