স্টাফ রিপোর্টার ।মানিকগঞ্জ।
মানিকগঞ্জ শহরে পৌরসভাধীন পশ্চিম দাশড়া পটল বিল, সিদ্দিক নগর বিশ্ব ইজতেমার আজ তৃতীয় ও
শেষ দিন
২৭শে ডিসেম্বর ২০২৫ ইং শনিবার ফজরের নামাজের পর মানিকগঞ্জে সকাল ৮-৩০ সময় পটল বিল সিদ্দিক নগর অনুষ্ঠিত হলো বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। গত ২৫ শে ডিসেম্বর বৃহস্পতিবার শুরু হয়েছে মানিকগঞ্জ পশ্চিম দাশড়া পটল বিল সিদ্দিক নগর বিশ্ব ইস্তেমার প্রথম দিন। এই উপলক্ষে মানিকগঞ্জে বিশ্ব ইস্তেমার তৃতীয় দিনে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়
বিশ্ব ইস্তেমার তা-লিমে ইসলাম মাহফিলের আখেরি মোনাজাত ।
শরীয়ত ,তরীকত , হাকীকত , মারিফতের বিশ্ব ইজতিমা। আত্মশুদ্ধির মহামিলন এই বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতিমা কোনো বিশেষ দল বা মতের নয়,দল-মত নির্বিশেষে সকল ঈমানদার মুসলিম ভাই-বোনদের জন্য উন্মুক্ত ছিল পটল বিলের বিশ্ব ইজতিমা।
আল্লাহর নৈকট্যের পাওয়ার জন্য এই বরকতময় বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে লাখ লাখ মুসল্লীরা দূর -দূরান্ত থেকে আসেন । ইজতিমার দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি,ডক্টর মুহাম্মাদ মনযুরুল ইসলাম সিদ্দিকী ।
প্রতিবছরের মত এই বছর বিভিন্ন জেলা থেকে আসা লাখো মুসল্লির ঢল নামে পটল বিল বিশ্ব ইস্তেমায়। দেশ বিদেশের লাখো লাখো মুসল্লিরা মহান আল্লাহ এবং নবীর প্রতি লাখো লাখো শুকরিয়া আদায়ের এবং দেশ ও জনগণের দীর্ঘায়ু কামনার জন্য বিশ্ব ইস্তেমায় নারী-পুরুষ, ইস্তেমার মুরিদানরা ফজরের নামাজে আগেই হাজির হন,মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (স:) এর সান্নিধ্য লাভের জন্য আখেরি দোয়া মাহফিলে।



















