১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:০৮ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

ভেনেজুয়েলায় মার্কিন সেনাবাহিনীর হামলা প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক আটক

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ৪, ২০২৬ ৮:৩৫ পূর্বাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
নববর্ষের আনন্দের রেশ না কাটতেই বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি জানান- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও দেশটির ফার্স্টলেডি সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়েছে তার বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স। এই খবরে আকস্মিক পারমাণবিক বোমা বিস্ফোরণের মতো কেঁপে ওঠে বিশ্ববাসী। কেননা, এভাবে কোনো দেশের সীমান্ত অতিক্রম করে রাজধানী থেকে রাষ্ট্রপ্রধান ও তার স্ত্রীকে আটক করা কোনো সাধারণ ঘটনা নয়। আশ্চর্যের বিষয় অভিযান পরিচালনার আগে কারাসাসের কাছে এ বিষয়ে কোনো তথ্যই ছিল না। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ভেনেজুয়েলায় ঢুকে এই অভিযান পরিচালনা করেছে মার্কিন ফৌজ। ঘুণাক্ষরেও কাউকে টের পেতে দেয়া হয়নি। ট্রাম্প ও তার অতি ঘনিষ্ঠ কিছু কর্মকর্তা ছাড়া কাউকেই এ বিষয়ে আগাম কোনো বার্তা দেয়া হয়নি। এখন পর্যন্ত ট্রাম্প জমানায় এমন ঘটনা প্রথম। মাদুরোকে মাদক-সন্ত্রাস মামলায় অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর তরফে জানানো হয়েছে, মাদুরো এখন যুক্তরাষ্ট্রের কব্জায় আছেন এবং সেখানেই তিনি মাদক-সন্ত্রাস মামলায় বিচারের মুখোমুখী হবেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক হামলা চালিয়ে দেশটির দীর্ঘদিনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনাকে ১৯৮৯ সালে পানামায় সামরিক নেতা ম্যানুয়েল নরিয়েগাকে অপসারণের পর লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে সরাসরি সামরিক হস্তক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্প বলেন, মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই অভিযান পরিচালিত হয়েছে।
তিনি জানান, ফ্লোরিডার মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। সম্মেলনটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় করার কথা রয়েছে (বাংলাদেশ সময় শনিবার রাত ১০টা)। গত রাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। অভিযানের আগে যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে ‘নার্কো-স্টেট’ পরিচালনা এবং ২০২৪ সালের নির্বাচন কারচুপির অভিযোগ তোলে। বিরোধী দলগুলোর দাবি, তারা ওই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিল। তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন এবং যুক্তরাষ্ট্র তার দেশের বিশাল তেলসম্পদের নিয়ন্ত্রণ নিতে চাইছে বলে অভিযোগ করেন। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসসহ একাধিক অভিযোগে মামলা হয়। মার্কিন কর্মকর্তাদের দাবি, তাকে যুক্তরাষ্ট্রের আদালতে বিচার করা হবে। ভেনেজুয়েলার ক্ষমতাসীন চাভিস্তা আন্দোলন জানিয়েছে, হামলায় বেসামরিক মানুষ ও সেনাসদস্য নিহত হয়েছেন। তবে সেই সংখ্যা এখনো নিশ্চিতভাবে জানানো হয়নি। রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে যুদ্ধবিমান দেখা যায় বলে স্থানীয়রা জানান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো হামলার নিন্দা জানিয়ে জনগণকে প্রতিরোধের আহ্বান জানান। রাশিয়া, কিউবা ও ইরান যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। তেহরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে। কংগ্রেসের অনুমতি ছাড়াই এমন সামরিক অভিযান চালানো হয়েছে কিনা, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এ ছাড়া জার্মানি, ইতালি, বৃটেন ও ইউরোপিয়ান ইউনিয়ন এ বিষয়ে বিবৃতি দিয়েছে। বিশ্লেষকদের মতে, স্বল্পমেয়াদে তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিতে পারে। তবে নতুন সরকার গঠিত হলে এবং নিষেধাজ্ঞা শিথিল হলে মধ্যমেয়াদে তেলের বাজারে উল্টো প্রভাব পড়তে পারে। ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ জানিয়েছে, দেশটির তেল উৎপাদন ও পরিশোধন কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।ভেনেজুয়েলায় আপাতত অভিযান শেষ: যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর মাইক লি জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলাপে নিশ্চিত হওয়া গেছে- মাদুরোকে আটক করার মাধ্যমে দেশটিতে মার্কিন সামরিক অভিযান আপাতত শেষ হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, মাদুরোকে এমন এক জায়গা থেকে আটক করা হয়েছে যা সাধারণ কোনো বাড়ি নয়, বরং সেটা ছিল এক দুর্গ।

সর্বাত্মক যুদ্ধের ডাক ভেনেজুয়েলার: এদিকে মার্কিন হামলার পর ভেনেজুয়েলা জুড়ে সর্বাত্মক জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা সক্রিয় করা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ও প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানিয়েছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী ও পুলিশ মিলে একযোগে একক যুদ্ধ ব্লক গঠন করেছে। কারাকাসসহ তিনটি রাজ্যে মার্কিন বিমান হামলায় বেশকিছু সেনা সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো লোপেজ মার্কিন এই পদক্ষেপকে কাপুরুষোচিত আগ্রাসন আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের এই বর্বরতা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ভেনেজুয়েলার জনগণ রাজপথে নেমে তাদের মাতৃভূমি রক্ষা করবে। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে স্পষ্টভাবে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার নির্বাচিত এবং বৈধ প্রেসিডেন্ট। তিনি মার্কিন এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করে বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই মাদুরোর অবস্থান নিশ্চিত করতে হবে। অবশ্য পরে ফক্স নিউজের এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্ক নিয়ে যাওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের হাতে আটক হন যেসব বিশ্বনেতা: নিকোলাস মাদুরোকে আটকের এই ঘটনা বিশ্ব রাজনীতিতে নতুন নয়। এর আগেও বিভিন্ন দেশে সামরিক অভিযান চালিয়ে একাধিক রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার ও ক্ষমতাচ্যুত করেছে ওয়াশিংটন। এর মধ্যে রয়েছে পানামা’র ম্যানুয়েল নোরিয়েগা। ১৯৮৯ সালে মাদক পাচারের অভিযোগে পানামায় বড় ধরনের আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র। তৎকালীন সামরিক শাসক নোরিয়েগাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচার করা হয়। ২০১৭ সালে কারাবন্দি অবস্থায় তার মৃত্যু হয়। এ তালিকায় আরও আছেন ইরাকের সাদ্দাম হোসেন। ২০০৩ সালে গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা তথ্যের ভিত্তিতে ইরাক আক্রমণ করে মার্কিন বাহিনী। তিকরিতের একটি গর্ত থেকে সাদ্দামকে আটক করা হয় এবং ২০০৬ সালে তাকে ফাঁসিকাষ্ঠে ঝোলানো হয়। এ ছাড়া হন্ডুরাসের জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে ২০২২ সালে মাদক পাচারের অভিযোগে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। মজার ব্যাপার হলো, ২০২৫ সালের ডিসেম্বরে ট্রাম্প তাকে ক্ষমা করে দিলেও হন্ডুরাসে তার বিরুদ্ধে আবারো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ভারতের রাষ্ট্রপতির নৈশভোজে থাকবেন হাসিনা ও মমতা – ৭১বার্তা

শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে জেলা বিএনপি’র শ্রদ্ধা নিবেদন

রংপুরে ৬৭৮ পরিবার পাচ্ছে আশ্রয়ণের ঘর

সমস্যাকে করতে হলে জব্দ, শব্দ শিখো— আরও বেশি শব্দ!

*আইন শৃঙ্খলা রক্ষার্থে অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা করছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)

সিরাজগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিতকরণ সভা

নড়াইল-১ আসনে স্থগিত হওয়া দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের-৯৯৯ যেনো “আলম ভাই”

রায়গঞ্জের সোনাখাড়া ইউপিতে ডিডিএলজির পরিদর্শন

রায়গঞ্জে কুমাজপুর মৌজার সরকারি হালট উদ্ধারের দাবি এলাকাবাসীর