কাজী নূরনবী নাইস, নওগাঁ প্রতিনিধি:
বাংলাদেশর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র আত্মার শান্তি কামনায় নওগাঁয় প্রার্থনা ও হিন্দু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮ টার সময় নওগাঁ পৌর ৫ নং ওয়ার্ডের শ্রী শ্রী বুড়া কালীমাতা পূজা মন্ডপে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নওগাঁ জেলা শাখার আয়োজনে এ প্রার্থনা ও হিন্দু সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নওগাঁ জেলা শাখার আহবায়ক প্রদীপ কুন্ডুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টুকু, মাসুদ হাসান তুহিন, জেলা যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মো:ফারুক হোসেন,জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো: শামীম নুর আলম শিপলু,জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির, শ্রী শ্রী বুড়া কালীমাতা পূজা মন্ডপের সাধারণ সম্পাদক অখিল চন্দ্র ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নওগাঁ জেলা শাখার সদস্য সচিব সঞ্জয় কুমার প্রমূখ সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।



















