স্টাফ রিপোর্টার। মানিকগঞ্জ।
মানিকগঞ্জ জেলা বিএনপি’র আয়োজনে মানিকগঞ্জ জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়ানে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
০৬ই জানুয়ারি ২০২৬ ইং মঙ্গলবার মানিকগঞ্জ জেলা বিএনপির শহীদ রফিক সড়ক জেলা কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক ধানের শীষ মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা দিক নির্দেশনায় আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া – মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করা হয় সেই সাথে দেশ ও জনগণের কল্যাণ সহ সকল দেশবাসীর জন্য দোয়া ও শান্তি কামনা করা হয় ।



















