আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে বুধবার (৭জানুয়ারি-২০২৬খ্রি.) যমুনা চরাঞ্চলে কাজিপুর থানাধীন নাটুয়ারপাড়া ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
পরিদর্শনকালে তিনি ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রের অবকাঠামোগত প্রস্তুতি, ভোট গ্রহণের পরিবেশ এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন, যাতে ভোটারগণ শান্তিপূর্ণ ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, পিপিএম-সেবা মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), মোঃ নাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল, অফিসার ইনচার্জ, কাজিপুর থানা, সিরাজগঞ্জ ।



















