মোঃ সামসুল আলম-স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের কালাইয়ে বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌন হয়রানী, যৌতুক, মাদক প্রতিরোধকল্পে ইমাম, কাজী, যুবক ও যুবতীদের সচেতনতামুলক প্রশিক্ষণ কর্মশালা ৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালা উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। কর্মশালায় আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার ইফতেকার রহমান, কালাই থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আজেমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, জিন্দারপুর ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার মোঃ আশরাফ আলী সিদ্দিকী, ইমাম মাওঃ মামুনুর রশীদ, ব্র্যাকের প্রতিনিধি খাদিজা খাতুন। অনুষ্ঠানে ইমাম, কাজী, যুবক-যুবতী, জনপ্রতিনিধি, সংবাদকর্মী উপস্থিত ছিলেন। কর্মশালাটি সার্বিক ভাবে পরিচালনা করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী।



















