আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় দরিদ্র, ছিন্নমূল শীতার্তদের মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। সিরাজগঞ্জ জেলা ত্রাণ পূর্ণবাসন কার্যালয়ের ব্যবস্থাপনায়-
বৃহস্পতিবার (৮ জানুয়ারি-২০২৬ খ্রি.) সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম উক্ত বিতরণ কার্যক্রম শুরু করেন । এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল বাছেদ প্রমুখ।
ত্রাণ কর্মকর্তা আব্দুল বাছেদ জানান, এ বছর আমরা শীতার্তদের মাঝে প্রায় সাড়ে ১২’হাজার কম্বল বিতরণ করেছি। আরও প্রায় ৩৬’লাখ টাকা বরাদ্দ হয়েছে। বরাদ্দকৃত টাকায় কম্বল কেনার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।



















