কাজী নূরনবী নাইস, জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর পত্নীতলায় ভারতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল সিরাপসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ পত্নীতলা ব্যাটালিয়ন, ১৪ বিজিবি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে সীমান্তবর্তী বীর গ্রাম এলাকায় বিশেষ অভিযান চালায় বস্তাবর বিওপির টহলদল।
পত্নীতলা ১৪-বিজিবির জানায় ভোর ৫টার দিকে টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৬৩/২-এস থেকে প্রায় ৫০০ গজ ভেতরে সন্দেহভাজন দুইজনকে ধাওয়া করে। পরে তাদের কাছে থাকা ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৬ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দসহ আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মোঃ আব্দুল লতিফ (৪০) এবং শ্যামল দাস (৬০)। উভয়েই নওগাঁর পত্নীতলা উপজেলার চকমলিন গ্রামের বাসিন্দা।
পত্নীতলা ১৪ বিজিবি আরো জানায়,আটক দুই ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত মাদকদ্রব্য ও আসামিদের পুলিশে হস্তান্তর করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নওগাঁ–জয়পুরহাট সীমান্তে মাদক চোরাচালান, গরু পাচার ও অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


















