রেবা খাতুন রাজবাড়ী জেলা প্রতিনিধি ঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ বিএনপির নেতাসহ ২ জনকে আটক হয়।
গতকাল সাড়ে ১২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাধীন দুবলাবাড়ি এলাকার জামিয়া ব্রিকস নামক ইটের ভাটায় রাজবাড়ী সদর আর্মি ক্যাম্প কর্তৃক গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ও বালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মশিউর আজম চুন্নু, পিতাঃ খন্দকার আব্দুল রশিদ, সাংঃ দুবলাবাড়ী ও মোঃ রিদয় শেখ, পিতাঃ মোঃ রফিক শেখ, গ্রামঃ শেখপাড়া, থানাঃ বালিয়াকান্দি, জেলাঃ রাজবাড়ী দ্বয়কে আটক করে। আটক কালে নিম্নে বর্ণিত অস্ত্র ও সরঞ্জামাদি পাওয়া যায়ঃ
একটি এয়ার রাইফেল, ৪টি মোবাইল, ৩টি ওয়াকি টকি।
৪টি ওয়াকি টকি চার্জার, ২টি দেশীয় চাকু, ৪টি ভরা ও খালি মদের বোতল, নগদ ৩৮,০০০ টাকা।
পরবর্তীতে আইনি কার্যক্রম সম্পাদনের জন্য জব্দকৃত অস্ত্র এবং গ্রেফতারকৃত আসামিদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।



















