রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ব্রহ্মগাছা খামারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্রহ্মগাছা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ শামীম হোসেন। দোয়া ও আলোচনা সভার সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, ব্রহ্মগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলী আকবর খান স্বপন, সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সামা সরকার, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মোকাদ্দেস হোসেন সোহান, রায়গঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভার সমাপ্তিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।#



















