তামজিদ রিয়াল (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি, সোমবার) সকালে বেলকুচি শিশু একাডেমি মাঠ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি কেরামত আলী তালুকদার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম গোলাম, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বেলকুচি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, বেলকুচি শিশু একাডেমির প্রধান শিক্ষক মাহমুদুল হাসান শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক আজিম, দপ্তর সম্পাদক সেলিম রেজাসহ বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।


















