১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১১:৫৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিরাজগঞ্জে মাল্টি-স্টেকহোল্ডার কর্মশালা

প্রতিবেদক
joysagor
অক্টোবর ২৭, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে “নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন” এর আওতায় পলিসি উন্নয়ন ও বিদ্যমান পলিসির প্রয়োগ বিষয়ক মাল্টি-স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ইফাদের আর্থিক সহযোগিতায়, রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প (আরএমটিপি)-এর উপ-প্রকল্প বাস্তবায়িত রবিবার (২৬ অক্টোবর-২০২৫) সকালে সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ,কে এম, আনোয়ারুল হক।
অনুষ্ঠানের শুরুতে সদ্য যোগদানকৃত সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমির হামজাকে এবং আরএমটিপি প্রকল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিদায়ী জেলা কৃত্রিম প্রজনন উপ-পরিচালক ডাঃ মোঃ তোফাজ্জল হোসেনকে ফুলের তোড়া
দিয়ে সম্মাননা জানানো হয়।
আরএমটিপি প্রকল্প ম্যানেজার মোঃ মাসুদ মণ্ডল কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, চলমান কার্যক্রমের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে মিট প্রসেসিং প্লান্ট উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে তিনি যত্রতত্র পশু জবাইয়ের কারণে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকির কথা তুলে ধরে এ বিষয়ে প্রাতিষ্ঠানিক নীতিমালা ও প্রয়োগের গুরুত্ব আরোপ করেন।
সভাপতির বক্তব্যে ডাঃ এ,কে,এম, আনোয়ারুল হক বলেন, “যত্রতত্র জবাইয়ের কিছু সীমাবদ্ধতা থাকলেও এখন অনেক উন্নতি হয়েছে। পূর্বে গর্ভবতী বা অসুস্থ গবাদিপশু জবাই হতো, এখন নির্ধারিত বিশেষজ্ঞের পরীক্ষার পর অনুমতি দেওয়া হয়।” তিনি আরও বলেন, “যদি কোনো উদ্যোক্তা ব্যক্তি মালিকানাধীন জমিতে আরএমটিপি প্রকল্পের আওতায় কার্যক্রম নিতে চান, তাহলে আমাদের দপ্তর সব ধরনের সহায়তা প্রদান করবে।” তিনি খামারিদের সমস্যার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “রেডি ফিডের দাম বৃদ্ধির কারণে খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয় খাদ্য যেমন সাইলেজ ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে উৎপাদন ব্যয় কমানো যায়।”
কর্মশালায় বেঙ্গল মিট, রেনেটা অলটেক, আমান ফিড, নারিশ ফিড, প্রাণিসেবা প্রভৃতি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, গ্যাপ ট্রেইনার, এলএসপি, লিড খামারি, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী উদ্যোক্তা, মাংস বিক্রেতা, গোয়ালা এবং অন্যান্য স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।
সভাপতি তার বক্তব্যে এলএসপি সদস্যদের ভূমিকা প্রশংসা করে বলেন, “গবাদিপশু উন্নয়নে এলএসপি সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করছেন।” তিনি এনডিপি ও আরএমটিপি প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তাদের সহযোগিতায় প্রাণিসম্পদ খাত আরও এগিয়ে যাচ্ছে, যা দেশের পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর জন্ম দিন আজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে আলেম-ওলামাদের সবচেয়ে বেশি ভুমিকা রাখতে হবে: এনামুল হক

সদর হাসপাতালের লিফটের কাজ দীর্ঘ ৮ বছরেও শেষ হয়নি 

রংপুরে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার- ৭১বার্তা

খোকশাবাড়ীতে রুরাল অ্যাডভোকেসি সার্ভিস ফর উইমেন ইমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় রোল মডেল ফেয়ার

রংপুর মেট্রোপলিটন পুলিশের ফ্রি মেডিকেল ক্যাম্প- ৭১বার্তা

সিরাজগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আগমন উপলক্ষে প্রস্তুতি

কর্ণসূতি নবজাগরণ প্রীতি প্রমীলা নারী ফুটবল ম্যাচে নাটোরকে ২-১ গোলে হারালো সিরাজগঞ্জ

৮ম বর্ষপূর্তি পালিত হলো দাসিয়ারছড়ায় ছিটমহল বিনিময়ের

সিরাজগঞ্জে কলেজ ছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা