১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:৪২ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বহুলীতে ঘরে সিকল লাগিয়ে খড়ের পালায় আগুন

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ৯, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের সড়াইচন্ডি গ্রামের পশ্চিমপাড়া এলাকায় ঘরের দরজায় বাইরে থেকে সিকল লাগিয়ে খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বাড়ির মালিক রফিক মল্লিক ওই গ্রামের মৃত মতি মল্লিকের ছেলে।

রফিকের ভাতিজি রুনা জানান, রাত্রীকালীন সময়ে শোবার ঘরে ছিলাম। হঠাৎ আগুনে পোড়ার শব্দ শুনে বাইরে এসে খড়ের পালায় আগুন দেখি। সঙ্গে সঙ্গে বাবাকে ডাক দেই।

ভুক্তভোগী রফিক বলেন, নিজ ধানি জমি থেকে খড় তুলে বাড়ির উঠানে পালা দিয়ে রাখি। ঘটনার সময়ে আমি পাশেই আমার মুরগির খামারে ছিলাম। আগুনের খবর পেয়ে দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করি। পরে দেখি আমাদের দুটি ঘরের দরজায় বাইরে থেকে সিকল লাগানো। অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দ্রুত সময়ে আগুন নেভাতে না পারলে আশেপাশের আরও বহু বাড়িঘরে আগুন লেগে বড় ধরনের ক্ষতি হতে পারত। তবে নানা ক্ষতি ও চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগীর পরিবার ও স্বজেনরা।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। স্থানীয়রা বিষয়টির সঠিক তদন্ত ও দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, আপনার মাধ্যমে প্রথম জানতে পারলাম। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত