মো: দিল, সিরাজগঞ্জ :
মওলানা ভাসানী কলেজ কর্তৃক সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২৬-২৭) নির্বাচনে নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমান বাচ্চুসহ নতুন নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১২টায় কলেজের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন পেশাজীবী, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অমর কৃষ্ণ দাস, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট; আব্দুল কাদের শেখ, ভাইস-প্রেসিডেন্ট; তানভীর মাহমুদ পলাশ, পরিচালক; হাজী আব্দুস সাত্তার, পরিচালক মো. একাব্বর আলী, পরিচালক; মো. আবু সাইদ, পরিচালক এবং মো. আনোয়ার হোসেন তালুকদার, পরিচালক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মওলানা ভাসানী কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব মকবুল হোসেন চৌধুরী।
বক্তারা বলেন, সিরাজগঞ্জের অর্থনৈতিক প্রবৃদ্ধি, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি, দক্ষ উদ্যোক্তা সৃষ্টি এবং শিল্প-বাণিজ্য খাতকে আরও গতিশীল করতে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মওলানা ভাসানী কলেজের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষা ও শিল্প-বাণিজ্যের উন্নয়নমুখী যৌথ উদ্যোগ বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করা হয়।


















