মাহমুদুল হাসান চৌহালী।
আজ শনিবার সিরাজগঞ্জ জেলার চৌহালী থানা পরিদর্শন করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়।
চৌহালী থানা পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় তিনি থানার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবার মান, জনসাধারণের নিরাপত্তা এবং কর্মরত কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য গুরুত্বারোপ করেন।
তিনি থানায় কর্মরত সকল সদস্যদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এসময় মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), সিরাজগঞ্জ, চৌহালী থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।



















