ইকবাল হাসান বগুড়া :
বগুড়া সদর উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। পদ পেয়েছেন আওয়ামী লীগ শাসনামলে গায়েবী মামলার আসামি, নির্যাতিত ও জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধারা। ছাত্রদল সদর উপজেলা ইউনিটের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হোসাইন ও সদস্য সচিব দায়িত্ব পেয়েছেন কাওসার হাবীব সাকিব। গতকাল সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়া সদর উপজেলার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। ১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে এমএ কাশেম, জাকির হোসেন, সাইদুর রহমান, মিল্লাত হোসেন, তানজিমুর রহমান, হাসুরে জনি, রনি মিয়া, নুরুল আমিন, সাদিদ আহমেদ, মুন ইসলাম, রাজ বাবু, জেমি আকতার, আব্দুল লতিফ, আল আমিন আসিফ সহ ৯১ জন যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর তাগিদ দিয়েছেন নেতারা। এরআগে শনিবার নবগঠিত কমিটি অনুমোদন দেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। সুপারিশ করেছেন জেলা শাখার সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।
সদর উপজেলা শাখার আহ্বায়ক নির্বাচিত সম্মুখসারির জুলাইযোদ্ধা রেদওয়ানুল ইসলাম আকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তিনি আওয়ামী লীগের পথের কাটায় পরিনত হয়েছিলেন। নয়টি গায়েবী মামলা মাথায় নিয়ে থাকতেন ঘর ছাড়া। তিনি জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতাকর্মী ও তাদের দোসররা এআই প্রযুক্তি ব্যবহার করে তার ছবি দিয়ে ভিডিও বানিয়ে অপপ্রচারে লিপ্ত। টার্গেট করে সাইবার বুলিং করা হচ্ছে। তবুও সাংগঠনিক তৎপরতা অপ্রতিরোধ্য।


















