রেবা খাতুন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জমির আইল নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে কৃষক হাবিব শেখ (৪২) হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
নিহত হাবিব শেখ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রাম এলাকার লিয়াকত শেখের ছেলে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিহতের স্ত্রী রুমানা খাতুন বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে নবাবপুর ইউনিয়নের বনগ্রাম এলাকার জামাল উদ্দিন শেখের ছেলে রাহাত শেখ (২২) এবং মঞ্জু শেখের ছেলে মো. শরিফ শেখ (৩৬) কে গ্রেপ্তার করে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলে শরিফুল শেখ ও জামাল উদ্দিন শেখের পরিবারের মধ্যে জমির আইল নিয়ে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে মনজু শেখের ছেলে শরিফুল শেখ (৩৫), টোকন শেখ (৩২) এবং আবেদ আলী শেখের ছেলে জামাল উদ্দিন শেখ (৬০), রাকিব শেখ (২৭) আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সংঘর্ষের সময় কৃষক হাবিব শেখ গুরুতর আহত হন। পরে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব তালুকদার জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন আহত হয়েছেন এবং একজন কৃষক নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা রুজুর পর দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



















