আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলায়-” রুরাল এডভাইজরি সার্ভিসেস ফর উইমেন এম্পাওয়ারমেন্ট” (রাসউই প্রকল্প)-এর আওতায় “ডিসিমিনেশন অফ রাস মডেল” শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর-২০২৫খ্রিঃ) বেলা সাড়ে ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত উক্ত ওয়ার্কশপটি সিরাজগঞ্জ সদর উপজেলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত ওয়ার্কশপটি’র আয়োজন, করে উত্তরণ ও এফআইভিডিবি। সিরাজগঞ্জ জেলায় উত্তরণ ও এফআইভিডিবি যৌথভাবে রাসউই প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটিতে কারিগরি সহায়তা প্রদান করছে ওয়েল্টহাঙ্গারহেলফে এবং অর্থায়ন করছে জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড)। ওয়ার্কশপটি’র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী সিরাজগঞ্জের উপ-পরিচালক এ.কে.এম.মঞ্জুরে মাওলা। এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ উপজেলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম.নাসিম রহমান সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আমির হামজা, ভেটেরিনারি সার্জন ডা. মেরাজ হোসেন মিসবাহ, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাইদী রহমান, বেলকুচি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সায়লা শারমিন প্রমুখ ।
ওয়ার্কশপে স্বাগত বক্তব্য রাখেন, উত্তরণের সমন্বয়কারী (রিসোর্স ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ও পার্টনারশিপ) জনাব ফাতিমা হালিমা আহম্মেদ। প্রকল্পের পরিচিতি তুলে ধরেন রাসউই প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর মোঃ নুরুল ইসলাম। কী-নোট প্রেজেন্টেশন প্রদান করেন উত্তরণের কনসালট্যান্ট সাজ্জাদ খান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরণের এডভোকেসি কোঅর্ডিনেটর মোঃ সাইদুর রহমান।
এসময়ে সিরাজগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSO)-এর প্রতিনিধিবৃন্দ, কমিউনিটি সার্ভিস প্রোভাইডার (CSP) এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উক্ত ওয়ার্কশপে বক্তারা বলেন, রাসউই প্রকল্প একটি ইনোভেটিভ উদ্যোগ, যা নারীবান্ধব গ্রামীণ পরামর্শ সেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে নারী কমিউনিটি সার্ভিস প্রোভাইডার (CSP) ও নারী উদ্যোক্তাদের সাফল্য উপস্থিত অতিথিদের উৎসাহিত করেছে। তারা কৃষি খাতে আরও নতুনত্ব আনার ওপর গুরুত্বারোপ করেন এবং বিশেষভাবে বীজ উৎপাদনে নারী সিএসপিদের সম্পৃক্ত করার পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, নারীদের দক্ষতা ও নেতৃত্ব উন্নয়নে এই ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতি ও টেকসই উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে রাস মডেলকে আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।ওয়ার্কশপে রাস মডেলের মূল ধারণা, বাস্তবায়ন অভিজ্ঞতা, অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, নারীবান্ধব গ্রামীণ পরামর্শ সেবা ব্যবস্থা কার্যকর হলে নারী কৃষক ও নারী উদ্যোক্তারা সিদ্ধান্ত গ্রহণে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে এবং স্থানীয় অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ আরও সুদৃঢ় হবে। আলোচনায় সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি সংস্থা ও স্থানীয় পর্যায়ের অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা রাস মডেলকে টেকসই করতে নীতিগত সহায়তা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং মাঠপর্যায়ে বাস্তব প্রয়োগ জোরদারের বিষয়ে মতামত প্রদান করেন। অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে ওয়ার্কশপটি সফলভাবে সম্পন্ন করা হয়।



















