১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৩০ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

তাড়াশে ‘ওপেন সিক্রেট’ অবৈধ পুকুর খনন

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৮, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ

গোলাম মোস্তফা:
সিরাজগঞ্জের তাড়াশে উর্বর কৃষিজমি কেটে দিন ও রাতে পুকুর খনন করা হচ্ছে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ তোয়াক্কা না করে জমির শ্রেণি পরিবর্তন এখন ‘ওপেন সিক্রেট’। বিশেষ করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন লোকজন।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা জনিয়েছেন, তাড়াশ উপজেলায় অবৈধ পুকুর খনন করা হয়েছে ৪ হাজার ২শ‘ ২৭টি। এক দশকে কৃষিজমি কমেছে ১১ হাজার ২শ‘ ৫৭ বিঘা।
উপজেলা নাগরিক আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজু বলেন, আইন লঙ্ঘন করে ডিসেম্বর মাস থেকে আবারও পুকুর খনন শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে কার্যকরী কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। যেন অবাধেই চলছে কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন।
অপরদিকে প্রান্তিক কৃষকেরা জানিয়েছেন, যাদের জমি বেশী, যত্রতত্র পুকুর খনন করছেন। পুকুর পাড়ের আশপাশের গরীব কৃষকদের জমি জলাবদ্ধতার কবলে পড়ে অনাবাদীই থেকে যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়ীয়া ও গোয়াল মৌজার মাঝে বিস্তীর্ণ মাঠের আবাদযোগ্য জমি কেটে প্রায় ৬০ বিঘা আয়তনের ১টি পুকুর খনন চলছে। মহিষলুটী গ্রামে ৫০ বিঘা আয়তনের পুকুর খনন করা হচ্ছে। পংরৌহালী বিলের উর্বর জমি কেটে ২৫ বিঘা আয়তনের পুকুর খনন চলছে। চকরোচুল্লা বাবলাতলার পাশে ২৫ বিঘা আয়তনের পকুর খনন চলছে। মান্নান নগর সড়কের সাথে ঘরগ্রাম মাঠে ৫ বিঘা আয়তনের পুকুর খনন করা হচ্ছে। পঁওতা-তেতুলিয়া সড়কের ব্রিজের মুখ বন্ধ করে পুকুর খনন চলছে। এছাড়াও তাড়াশ পৌর এলাকার কাউরাইল গ্রামের মাঠে, সোলাপাড়া মাঠে, আমশরা মাঠে ও পশ্চিম ওয়াপদা বাধের আশপাশে পুকুর খনন চলছে। সবচেয়ে বেশী অবৈধ পুকুর খনন করা হচ্ছে তাড়াশ পৌর এলাকার মধ্যে। এক্সেভেটর মেশিন (ভেক্যু) দিয়ে পুকুর খনন করা হচ্ছে।
বাঁশবাড়ীয়া গ্রামের কৃষক আবেদ আলী, আব্দুর রশিদ ও আকছেদ আলী বলেন, বাঁশবাড়ীয়া ও গোয়াল মৌজার মাঝে ৬০ বিঘা আয়তনের পুকুরটি খনন করা হলে শাস্তান ও সোলাপাড়া মাঠের হাজারো বিঘা কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়বে।
ক্ষতিগ্রস্থ কৃষক মাধবপুর গ্রামের ছোহরাব হোসেন, খোকা প্রামানিক ও মথুরাপুর গ্রামের শামসুল হক, ছাবেদ আলী, জুরান আলীসহ আরও অনেকে বলেন, তাড়াশ সদর ইউনিয়নের মাধবপুর, মথুরাপুর, বিদিমাগুড়া, চক গোপিনাথপুর, বোয়ালিয়া ও সোলাপাড়া গ্রাম এলাকার বিস্তীর্ণ কৃষিজমির মাঠে-মাঠে পানি আটকে আছে ৬ বছর ধরে। আগে এসব মাঠের জমিতে তিন ফসলের আবাদ হত। কিন্তু যত্রতত্র অবৈধ পুকুর খনন করায় হাজার-হাজার বিঘা জমি জলাবদ্ধ।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিক্ষুব্ধ লোকজন অবৈধ পুকুর খননের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন। এর আগে ফেব্রুয়ারি মাসে তাড়াশ সদর ইউনিয়নের মাধবপুর গ্রামের মাঠে কৃষি জমিতে অবৈধ পুকুর খননের সময় এক্সেভেটর মেশিন (ভেক্যু) পুড়িয়ে দিয়েছিলো বিক্ষুব্ধ জনতা।
“ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ বাংলাদেশে ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং এর সমাধানের জন্য প্রণীত একটি আইন। ১৯ ধারায় এই আইনের সব প্রকার অপরাধকে আমলযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন চাইলেই বিচারপ্রাথীরা ভূমি অপরাধ সংক্রান্ত যে কোনো বিষয়ে এই আইনের অধীনে স্থানীয় এখতিয়ারভুক্ত থানাতেই মামলা দায়ের করতে পারবেন এবং সেক্ষেত্রে ওই থানার পুলিশ বিনা পরোয়ানায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে। ”
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হাবিবুর রহমান বলেন, অবৈধ পুকুর খননের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান পদক্ষেপ গ্রহণ করলে তিনি সহযোগিতা করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, ভ্রাম্যমান আদালত বসিয়ে ৪টি পুকুরে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে ———— বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ লঙ্ঘন করে তাড়াশ উপজেলায় পুকুর খনন নিয়ে তিনি নিজেও উদ্বিগ্ন। অবৈধ পুকুর খনন বন্ধে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা চান।
#
প্রেরক-
গোলাম মোস্তফা
মোবাঃ ০১৭৪৮৯৭২৭৩৬
তাংঃ ১২/২৮/২০২৫
ছবি সংযুক্ত-১।
ক্যাপশন: তাড়াশ (সিরাজগঞ্জ): উপজেলার ঘরগ্রাম মাঠে পুকুর খনন করা হচ্ছে

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কলাপাড়ায় চালু হলো ‘মায়াজ মার্ট.কম’ – ঘরে বসেই মিলবে পণ্য সেবা

ঘুষ গ্রহণের দায়ে মার্কিন সিনেটর বব মেনেনডেজকে অভিযুক্ত – ৭১বার্তা

চিত্রনায়িকা ববিতাকে ‘আজ ভালোবাসা জানানোর দিন’

রায়গঞ্জে সাংবাদিককে নিয়ে মিথ্যা গুজব ছড়ানো হৃদয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ – মানিকগঞ্জ জেলা ইউনিটের অনুমোদন

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো পটল বিল, সিদ্দিক নগর বাৎসরিক বিশ্ব ইজতেমা

ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্টের – ৭১বার্তা

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁয় হরিজন কলোনিতে অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২ জন আটক

মানুষের ভালবাসায় ফুলে ফুলে সিক্ত হলেন ধানের শীষের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার কমিটির তালিকা হস্তান্তর