তারিকুল ইসলাম তারিক
স্টাফ রিপোর্টার
রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের একবারপুর দক্ষিণ পাড়া গ্রামের জাকারিয়ার শিশু পুত্র আদম গত ৭ জুন/২৪ খ্রিঃ শুক্রবার হারিয়ে যায় ।অনেক খোঁজাখুঁজির পর ৮ জুন/২৪ খ্রিঃরাত আনুমানিক ১০ ঘটিকার সময় একবার পুর দক্ষিণপাড়ার জব্বার হোসেনের পুত্র রাঞ্জু ও
ফজলুর পুকুর থেকে শিশু আদম-এর লাশ এলাকাবাসির সহযোগিতায় পীরগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেন ?
নিহত শিশু আদমের স্বজন ও স্থানীয় জনগণ শিশুটিকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ তুলেন ঐ পাড়ার মৃত্যু ফয়েজ উদ্দিনের কনিষ্ঠ পুত্র মোকছেদ আলী ও তার স্ত্রী শিল্পি বেগমকে অভিযুক্ত করলে শিল্পি বেগমকে পুলিশ গ্রেফতার করেন ? শিল্পি বেগম বর্তমানে জেল হাজতে থাকলেও অপর আসামি মোকছেদকে এবং সহযোগিদের গ্রেফতার না করায় এবং সুষ্ঠ তদন্ত বিচার ও অপরাধীর ফাঁসির দাবীতে অদ্য ২৭ জুন বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হতে দুপুর ১২টা পর্যন্ত পীরগঞ্জ , সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার নারীপুরুষ বিচারের দাবীতে পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নের স্থানীয় মাদারগঞ্জ চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিঠিপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ মন্ডল , বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পীরগঞ্জ উপজেলা সভাপতি প্রভাষক কামরুজ্জামান , প্রভাষক রায়হান কবীর প্রধান , কিন্ডারগার্টেন পরিচালক হাসানুর রহমান , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আকন্দ , সাবেক ইউপি সদস্য ইব্রাহিম সরকার , বিশিষ্ট ব্যবসায়ি লুলুমিয়া , সালাফিয়া মাদ্রাসা প্রধান আশিকুর রহমান প্লাবন ফারজানা হত্যা মামলার বাদি ফেরদৌস প্রধান নিহত আদমের বাবা জাকারিয়া প্রধান প্রমূখ । বক্তাগণ , শিশু আদম হত্যার প্রকৃত আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার সহ সূষ্ঠ বিচারের জোর দাবি জানান । অন্যথায় আরো বৃহত্তর আন্দোলেনে যাবেন বলে বক্তাগণ ঘোষণা দেন ।