ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। ঝাঁকুনি সহ যা কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। মরক্কোর ন্যাশনাল সিসমিক মনিটরিং অ্যান্ড অ্যালার্ট নেটওয়ার্ক রিখটার স্কেলে এটিকে ৭ মাত্রায় পরিমাপ করেছে। মার্কিন সংস্থা জানিয়েছে, ১৯ মিনিট পরে একটি ৪.৯ মাত্রার আফটারশক আঘাত হানে।
ভূমিকম্পে কিছু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক পুরাতন মারাকেশ শহর। এই মারাকেশ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান। সেখানে অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়েছে। আর পুরাতন এই শহরটিতেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। কংক্রিটের বিল্ডিংগুলিতে ফিরে যাওয়ার পরিবর্তে সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল।
যেখানে ভূমিকম্পটি সংঘটিতে হয়েছে সেখানে সাধারণত ভূমিকম্প হতে দেখা যায় না। কিন্তু শুক্রবার যে ভূমিকম্পটি হয়েছে— এটি ওই অঞ্চলে গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল বলে জানিয়েছে ইউএসজিএস।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কোনো মৃত বা আহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সম্পাদনা: শেখ মোস্তারি জান্নাত।


















