মোঃ সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গত ১২ ডিসেম্বর গুলি করাকে কেন্দ্র করে বিজিবি কর্তৃক সীমান্ত এবং দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোষ্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করেছে । ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির মনোহরপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১৫ই ডিসেম্বর সকাল ৯ ঘটিকায় ৪টি বিদেশী অস্ত্র, ৯টি ম্যাগাজিন ও ২৪টি গুলি আটক করে মনোহরপুর বিওপির টহল দল।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির মনোহরপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার গোপালপুর নামক স্থানের অভিযানে ২ জন মোটরসাইকেল আরোহীকে দূর থেকে থামতে সংকেত দিলে মোটরসাইকেল আরোহীরা দ্রুততার সাথে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেল থেকে ১টি ব্যাগ পড়ে গেলে টহল দল অস্ত্রগুলো উদ্ধার করে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান অস্ত্র আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।



















