
জয়সাগর নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। টিমটি আজ সোমবার (১ ডিসেম্বর ২৫ইং) দুপুর ২টা ৫০ মিনিটে হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে বলে হাসপাতালের সূত্র জানা যায়।
এই বিদেশি চিকিৎসকরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। অধিকাংশ বিদেশি চিকিৎসক চীনের নাগরিক।
এদিকে মেডিকেল বোর্ড মনে করছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন আছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ। আমাদের চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন। দেশি ও বিদেশি চিকিৎসক মিলিয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।