স্টাফ রিপোর্টার ।মানিকগঞ্জ:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহবানে সদর থানা কমান্ড এবং পৌর কমান্ড যৌথ উদ্যোগে পাক হানাদার মুক্ত দিবসে বিভিন্ন কর্মসূচির গ্রহণ করা হয়েছে।
১৩ই ডিসেম্বর ২০২৫ ইং শনিবার মানিকগঞ্জে প্রতি বছরের মত যথাযথ মর্যাদায় পাক হানাদার মুক্ত দিবস পালন করার জন্য মানিকগঞ্জে ১২ই ডিসেম্বর ২০২৫ ইং শুক্রবার দিবাগত রাত ১২-০১মিনিটে স্বাধীনতার ৫৫ বৎসর উপলক্ষে ৫৫ জন বীর মুক্তিযোদ্ধা হাতে মশাল প্রজ্জালনের মাধ্যমে ৫৫ তম বিজয় দিবস উদযাপনের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, আহবায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ
মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ড।
এই উপলক্ষে ১২ই ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ( বিজয় মেলা মাঠে) ১৩ই ডিসেম্বর মানিকগঞ্জ পাক হানাদার মুক্ত দিবসে মশাল প্রজ্জালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ জেলা প্রশাসক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি মোঃ সালাউদ্দিন মানিকগঞ্জ,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা
মোঃ শহিদুল হক,প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ, প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, কর্মচারী,বিভিন্ন সংগঠন,
সন্তান কমান্ড, এবং সর্বস্তরের জনগণ পাক হানাদার মুক্ত দিবসে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার।



















