তারিকুল ইসলাম তারিক, পীরগঞ্জ রংপুর প্রতিনিধি:
১৬ ডিসেম্বর ২০২৫- ৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লবের নেতৃত্বে প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শহীদ বীর আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম এবং তাঁর তিন ভাই রমজান আলী, রুহুল আমিন ও আবু হোসেন উপস্থিত থেকে শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন।
শ্রদ্ধাঞ্জলি শেষে বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতার চেতনায় দেশ গঠনে সাংবাদিক সমাজসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



















