স্টাফ রিপোটারঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও তার সুস্থ্যতা কামনা করে শনিবার (১৩ ডিসেম্বর) বিরামপুরে নির্দলীয় ছাত্র-জনতার ব্যানারে বিশেষ দোয়া করা হয়েছে।
বেলা সাড়ে ১১টায় বিরামপুর ঢাকামোড়ে সন্ত্রাস ও দূর্ণীতি নির্মূলের দাবিতে বিক্ষোভ ও হাদির সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, হাফেজ নূর মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন, ২৪এর জুলাই আন্দোলনের ছাত্র নেতা ফরিদুল ইসলাম, তোজাম্মেল হক, মোসাব্বির অর্ক, আবুল কালাম আজাদ, মারুফ মোরশেদ প্রমূখ।



















