আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে- নারী কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি – বেসরকারি অংশীদারত্ব জোরকরণে – অ্যাডভোকেসী ডায়ালগ অনুষ্ঠিত হয়।
সোমবার (২২ ডিসেম্বর-২০২৫খ্রি.) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অ্যাডভোকেসী ডায়লগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা ব্র্যাকের কো-অর্ডিনেটর মোঃ রইস উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন, মাইক্রো ফিন্যান্স প্রগতি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবুল কাশেম এবং অনুষ্ঠান পরিচালনা করেন, ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ খালেকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতিমা, প্রোগ্রাম অফিসার ফাহিম আল আশরাফ, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. সোহেল রানা, সিরাজগঞ্জের মাইক্রোফাইন্যান্স দাবি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মো. বাবর আলী, স্থানীয় সরকার বিভাগ গ্রাম-আদালত সদর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ শাকিলা সরকার, সুক এনজিওর নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, পিডাব্লিউ ডি’র নির্বাহী পরিচালক হোসনে আরা জলি প্রমুখ। এছাড়াও বিভিন্ন এনজিওর কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ, নারীদের অংশ গ্রহণ এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এই অ্যাডভোকেসী ডায়লগ অনুষ্ঠিত হয়।


















